আকিবুর রহমান, কয়রা উপজেলা প্রতিনিধি:
কয়রা উপজেলার অন্তর্গত দক্ষিণ বেদকাশী ইউনিয়নে অর্পণ দক্ষিণ বেদকাশী’র কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপদেষ্টা- আব্দুর রউফ ফারুকী টোটন। সভাপতি- মাকছুদ আলম, সহ সভাপতি- ওমর ফারুক রিন্টু, মহিবুল্যাহ লিটু, মোঃমামুন হোসেন। সাধারণ সম্পাদক- আলমগীর হোসেন বাদশা। যুগ্ম সাধারণ সম্পাদক- হাফিজুল ইসলাম, জাহিদুল ইসলাম সবুজ।
সাংগঠনিক সম্পাদক- শাহারুল ইসলাম সুজন। প্রচার সম্পাদক- মিনহাজুল ইসলাম সৈকত। দপ্তর সম্পাদক- রবিউল ইসলাম। প্রকাশনা সম্পাদক- জাহারুল ইসলাম জোভান। ক্রীড়া সম্পাদক- মোস্তাফিজুর রহমান ফিরোজ। শিক্ষা বিষয়ক সম্পাদক- আব্দুল হালিম বাবু। এছাড়া ডিএম জাহিদুল ইসলাম, অহিদুজ্জামান চঞ্চল, তরিকুল ইসলাম মিঠু, এস এম মাসুদুর রহমান, রিয়াজ উদ্দীন, আমিরুল গাইন, আনিসুর রহমান, কামাল হোসেন, এফ এম মাকছুদুল আলম, মুজাহিদ ইসলাম ইমন ও জেনারুল ইসলামকে সদস্য করে কমিটি গঠিত হয়েছে।
অর্পণ দক্ষিণ বেদকাশী ২০১৯ সালের ১৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। এটি একটি অরাজনৈতিক, সামাজিক, মানবিক, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটি এই অঞ্চলে দূর্যোগকালীন সময়ে মানুষকে সচেতনতা ও সহায়তা প্রদান করে থাকে। এছাড়াও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। এই অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও পুরস্কার প্রদান করে থাকে।
সংগঠনটি এই অঞ্চলের মানুষকে শিক্ষা, ক্রীড়া, সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে কাজের স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান করে থাকে। আগামীতে অর্পণ দক্ষিণ বেদকাশী মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।